ফেনসিডিলসহ অধ্যাপকের ছেলে আটক


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০১ নভেম্বর ২০১৬

মাদারীপুর পৌর এলাকার লেকের পাড় থেকে ৮ বোতল ফেনসিডিলসহ এক সহকারী অধ্যাপকের ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ। এ খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক সাব্বির মোস্তফা মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক জান্নাতুল আরা ফেরদাউস ডালিয়ার ছেলে।

মাদারীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে শহরের লেকের পাড় এলাকা থেকে ৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ সাব্বির মোস্তফা (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক সাব্বির শহরের শকুনী এলাকার গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।