গাইবান্ধায় ট্রাক্টর চাপায় বাইসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ০২:১৮ এএম, ০২ নভেম্বর ২০১৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দ্রতগামী ট্রাক্টর চাপায় মো. আবদুস সোবহান (৩১) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আনোয়ারুল মিস্ত্রি (২৯) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

গাইবান্ধা-পলাশবাড়ী পাকা সড়কের পলাশবাড়ী উপজেলার রাইচমিল এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুস সোবহান সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। আহত আনোয়ারুল মিস্ত্রি একই গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, একটি বাইসাইকেলে করে সোবহান ও আনোয়ারুল মিস্ত্রি ঠুঠিয়াপুকুর থেকে পলাশবাড়ী উপজেলার উদ্দেশে রওনা হন। পথে রাইচমিল এলাকায় তারা পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুস সোবহানের মৃত্যু হয়। আহত আনোয়ারুল মিস্ত্রি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক ট্রাক্টরটি শনাক্তের চেষ্টা চলছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।