গোপালপুরে স্কুলছাত্রীকে অপহরণ


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০২ নভেম্বর ২০১৬

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত না করার শর্তে থানায় অঙ্গীকার নামা দেয়ার ১৫দিন পর ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়েছে একটি বখাটে চক্র। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি  গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অপহৃত স্কুলছাত্রীর বাবা মাহামুদুল হাসান তালুকদার কান্নাজড়িত কন্ঠে মেয়েকে বাঁচাতে ও লেখাপাড়া করার সুযোগ দানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অপহৃত শিক্ষার্থীর অসহায় বাবা মাহামুদুল হাসান তালুকদার জানান, তার মেয়ে কানিচ সুর্বনা তিথি (১৪) গোপালপুর ঝাওয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। গোপালপুর উপজেলার সোহাইল গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে মিজানুর রহমান তার সহযোগীদের নিয়ে তিথির স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।

এ ঘটনায় গত ১৬ অক্টোবর মাসে উত্ত্যক্ত করার দায়ে গোপালপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান জামিল মিজানুরকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে মিজানুরের বাবা আব্দুল মজিদ মিয়া থানায় একটি অঙ্গীকারনামা দিয়ে মিজানুরকে ছাড়িয়ে আনেন।

এরপর থেকে মিজানুরের নেতৃত্বে বখাটেচক্রটি আরো বেপরোয়া হয়ে উঠে। এরই জের ধরে গত ৩১ অক্টোবর কানিচ সুর্বনা তিথি স্কুলে থেকে ফেরার পথে জোরপূর্বক মাইক্রোবাস তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গোপালপুর থানায় মিজানুরসহ সাতজনকে আসামি করে পরের দিন (০১ নভেম্বর) একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

এছাড়া মেয়ের বাবা মাহামুদুল হাসান তালুকদার মেয়েকে ফিরে পেতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি মেয়েকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।