খাগড়াছড়িতে পিসিপির সড়ক অবরোধ
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবিতে ব্যাপক ভাঙচুরের মধ্য দিয়ে সড়ক অবরোধ পালিত হচ্ছে।
খাগড়াছড়ি জেলা শহরসহ বিভিন্ন উপজেলা সদরে হালকা যান চলাচল করলেও পিসিপির ডাকা সকাল সন্ধ্যা অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাসহ ফেনী-চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যানবাহনগুলো পুলিশি পাহারায় জেলা সদরে প্রবেশ করতে দেখা গেছে।
এদিকে, কোনো ধরনের পুর্ব ঘোষণা ছাড়াই পিসিপির আকস্মিক সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ফলে জনভোগান্তি চরমে পৌঁছেছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা। জেলার পানছড়িতেও সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে বলে জানা গেছে। সেখানে চলছে না কোনো ধরনের যানবাহন।
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি, ১০ নম্বর এলাকায় একাধিক যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়েছে অবরোধ সমর্থক পিসিপির নেতাকর্মীরা।
অপরদিকে সড়ক অবরোধকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শহর ও শহরের বাইরে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে সেনা ও বিজিব টহল।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে পানছড়ি থেকে আটক করে পুলিশ। এছাড়া বুধবার খাগড়াছড়ির জেলা শহরের স্বনির্ভরে ইউপিডিএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে আটক করা হয় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে।
এ তিন নেতাকে আটকের প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ওই দিন সন্ধ্যায় খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে পাহাড়ি ছাত্র পরিষদ।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/আরআইপি