অযোগ্যদের পদ দেয়ায় বিএনপি নেতার পদত্যাগ


প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৩ নভেম্বর ২০১৬

টাকার বিনিময় পৌর বিএনপির নতুন কমিটিতে অযোগ্যদের পদ দেয়ায় এবং তৃনমূল কর্মীদের সঠিক মূল্যায়ন না করার অভিযোগে মাদারীপুরের কালকিনি পৌর বিএনপির নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ন-আহ্বায়কের পদ থেকে মো. নেছারউদ্দিন পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি মাদারীপুর জেলা বিএনপির সভাপতি মো. আবু মুন্সি ও সাধারণ সম্পাদক মো. জাহান্দার আলী জাহানের বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

এদিকে নেছারউদ্দিনের মতো একজন সক্রিয় নেতা পদত্যাগ করায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে চড়ম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পদত্যাগ করা নেতা মো. নেছার উদ্দিন ক্ষোভের সঙ্গে বলেন, আমি জন্মলগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কঠোর পরিশ্রম করে যাচ্ছি দলের জন্য। কিন্তু সিনিয়র নেতারা আমাদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে অযোগ্য লোকদের পদ দিয়েছেন। এ কারণে বিএনপির রাজনীতি থেকে আমি সরে দাঁড়িয়েছি।

এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, তিনি কী কারণে পদত্যাগ করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয় আমার কোনো মন্তব্য নেই।

এ কে এম নাসিরুল হক/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।