ভারত থেকে আমদানি করা রেল কোচ দর্শনা পৌঁছেছে
চতুর্থ ধাপে ভারত থেকে আমদানি করা ২০টি রেল কোচের চালান বৃহস্পতিবার বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে পৌঁছেছে। এ নিয়ে মোট ৮০টি ভারতীয় রেল কোচ দর্শনা রেলপথ হয়ে বাংলাদেশে প্রবেশ করলো।
দর্শনা স্টেশন মস্টার মীর লিয়াকত আলি জানান, ভারত থেকে আমদানি করা ১২০টি রেল কোচের মধ্যে চতুর্থ ধাপে বিকেল ৩টার দিকে ২০টি রেল কোচ ভারতের গেদে স্টেশন হয়ে দর্শনা স্টেশনে এসে পৌঁছে। বাকী আমদানি করা রেল কোচগুলো এই সীমান্ত দিয়েই আনা হবে।
ভারতীয় রেল কর্মকর্তা শ্রী শুশান্ত কুমার সাংবাদিকদের জানান, আমদানি করা রেল কোচগুলো দর্শনা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বুঝিয়ে দিয়ে তিনি ফিরে যাবেন। বাকি ৪০টি রেল কোচ পর্যায়ক্রমে এ পথেই আসবে।
দর্শনা কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সন্ধ্যায় কোচগুলো সৈয়দপুরের উদ্দেশে দর্শনা স্টেশন ত্যাগ করেছে।
সালাউদ্দিন কাজল/আরএআর/এবিএস