সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নওগাঁর সাপাহারে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে বাঁশবোঝাই একটি ট্রলির সংঘর্ষে লতিফর রহমান (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেঘরীয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফর উপজেলার বড়ডাঙা গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সাপাহার বাজার থেকে একটি অটোচার্জার ভ্যানে করে যাত্রীরা বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তেঘরীয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচার্জার ভ্যানে থাকা যাত্রী লতিফর রহমান রাস্তায় পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে মারা যান।
এ সময় ভ্যানে থাকা ফয়জুল, হোসেন ও সোহেল নামের তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/এএম/এমএস