নকল সরবরাহের দায়ে দুই শিক্ষকের দণ্ড


প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৬ নভেম্বর ২০১৬

টাঙ্গাইলের ধনবাড়িতে জেএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবারহের দায়ে দুই শিক্ষককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নরিল্যা বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আল-আমিনকে এক মাসের কারাদণ্ড এবং একই বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামছুন্নাহার স্বপ্না। রোববার বিকেলে ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার জেএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে উপজেলার ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউশন কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে নকল সরবারহের দায়ে ওই দুই শিক্ষককে জেল-জরিমানা করা হয়।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।