সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় জয় নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় কালিহাতী উপজেলার জলিলের ছেলে এবং দশম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে সাইকেলযোগে বাড়ি ফিরছিল জয়। উপজেলার থানার পাশে তেল পাম্পের কাছে পৌঁছালে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই জয় নিহত হয়।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ উর রহমান টগর/এএম/পিআর