কালিহাতীতে ১৬৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১


প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৭ নভেম্বর ২০১৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে একটি ট্রাক থেকে ১ হাজার ৬৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মেহেদী হাসান (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের জোকারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী মেহেদী জেলার পুটিয়া থানার বানেশ্বর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

জেলা পুলিশ সুপার মাহবুব হোসেন বিকেলে ৩টায় তার দিকে তার সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট ওয়ালিদ জোকারচর এলাকায় চেকপোস্ট বসান। এ সময় ঢাকাগামী একটি ট্রাককে থামতে বললে চালক ট্রাকটি থামিয়ে দৌঁড়ে পালিয়ে যান। পরে ট্রাকটি তল্লাশি করে ৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। বস্তার ভেতরে ১ হাজার ৬৫০ বোতল ফেনসিডিল ছিল।

এ ঘটনায় মেহেদী হাসান নামের একজনকে ট্রাকসহ আটক করা হয়। আটক মেহেদী হাসান ফিনসিডিল পাচার চক্রের সক্রিয় সদস্য বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।