উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার বাবা


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৭ নভেম্বর ২০১৬

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে যুবকদের হামলার শিকার হয়েছেন বাবা সোলাইমান হোসেন।

সোমবার দুপুরে তার মেয়ে বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষা দিয়ে বের হলে এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হয়েছেন ওই শিক্ষার্থীর বাবা। হামলার শিকার সোলাইমান হোসেন উপজেলার মহাম্মদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সোলাইমান হোসেন জানান, তার মেয়েসহ সহপাঠীরা জেএসসি পরীক্ষা দিয়ে আলগামনযোগে বাড়ি ফেরার পথে কতিপয় বখাটে যুবক উত্ত্যক্ত করে। এ কারণে তিনি আজ পরীক্ষা শেষে মেয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। বামন্দী সিনেমা হলের কাছে পৌঁছলে বামন্দী এলাকার সাগর, সেন্টু, আলাল, শামীম, লিখন, বাচ্চু ও বিপ্লবসহ কয়েকজন মোটরসাইকেলযোগে তাদের পিছু নিয়ে উত্ত্যক্ত শুরু করে।

প্রতিবাদ করলে ওই বখাটে যুবকরা আলগামন থামিয়ে সোলাইমানকে মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় বখাটেরা।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান জানান, ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে ওই বখাটেদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করার প্রক্রিয়া চলছে।

আসিফ ইকবাল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।