নেত্রকোনায় লরিচাপায় নারীসহ নিহত ২


প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৮ নভেম্বর ২০১৬

নেত্রকোনার পূর্বধলায় লরিচাপায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামধলা গ্রামের হারেছ মিয়ার মেয়ে পাখি আক্তার (২০) ও  লরির হেলপার মানুষউড়া গ্রামের রুবেল মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে ইটবোঝাই লরি কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে লরিটি উল্টে যায়। এ সময় লরির হেলপারসহ দুজন নিহত হন।

ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন খান জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছে। আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

কামাল হোসাইন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।