বাগেরহাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৮ নভেম্বর ২০১৬

বাগেরহাটের ভৈরব নদীতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আবহমান বাংলার চিরচেনা সংস্কৃতির ধারায় এ নৌকা বাইচকে কেন্দ্র করে দড়াটানা নদীর দুপাড়ে হাজার হাজার দর্শানার্থীদের আগমন ঘটে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরের মুনিগঞ্জ ঘাট থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-৪ আসেনের সংসদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এবার ২৪টি দল অংশগ্রহণ করায় গ্রুপ করে তিনভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ২৪টি নৌকার মধ্যে প্রথমস্থান অধিকার করেন তালুকদার নাজমুল কবির ঝিলামের নৌকা, দ্বিতীয় স্থান অধিকার করেন সাইফুল ইসলাম সোহেলের নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেন মাদারীপুর জেলা ছাত্রলীগের নৌকা।  

পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথমস্থান অধিকারীকে এক লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৭৫ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীতে ২৫ হাজার টাকা পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, আওয়ামী লীগ ফিরোজুল ইসলাম।

শওকত আলী বাবু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।