দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জি এম ছাইদুর রহমান (৩৭) নামের এক কারারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসচালককে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কারারক্ষী জিএম সাইদুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ইবাতুল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার চুয়াডাঙ্গাগামী মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-১১-৭৭৪৯) কোষাঘাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা জেলা কারারক্ষী জিএম ছাইদুর রহমানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জি এম ছাইদুর রহমান মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসে। মডেল থানা পুলিশ মাইক্রোবাসসহ চালক চুয়াডাঙ্গার জাফরপুরের রহিম মণ্ডলের ছেলে ফিরোজকে আটক করেছে।
সালাউদ্দিন কাজল/এএম/আরআইপি