ঘুষ গ্রহণকালে হাতেনাতে ভূমি কর্মকর্তা আটক


প্রকাশিত: ১২:১৩ পিএম, ১০ নভেম্বর ২০১৬

টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের গোবিন্দাসী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনসার আলীকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি দল তাকে আটক করে।
   
দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদুকের একটি দল ভূঞাপুর ভূমি অফিসে ফাঁদ পাতে। এসময় ৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।
 
তিনি আরো বলেন, এক ব্যক্তি তার পৈত্রিক সম্পত্তির নামজারী বিষয়ে সরকারি ফি জমা দিয়েও তা সুরাহা করতে পারছিলেন না। দীর্ঘদিন ধরে আনসার আলীর মাধ্যমে তিনি এই হয়রানির শিকার হয়ে আসছিলেন। এক পর্যায়ে ওই ব্যক্তির নিকট আনসার আলী দশ হাজার টাকা ঘুষ দাবি করেন।

ওই ব্যক্তি ঘুষ না দেয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে আমাদের পরামর্শ মোতাবেক তিনি ৫ হাজার টাকা দিতে রাজি হন। আজ ঘুষ প্রদানের দিন ধার্য করা হয়। তাকে আটকের জন্য আমাদের একটি দল গোপনে ওই অফিসে ফাঁদ পাতেন। ফলে ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে ধরতে সক্ষম হই।

তার বিরুদ্ধে ইতোপূর্বেরও অসংখ্য অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।