কলমাকান্দার ইউএনওকে প্রাণনাশের হুমকি


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১১ নভেম্বর ২০১৬

নেত্রকোনার কলমাকান্দার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামানকে প্রাণনাশের হুমকির দেয়া হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম ফখরুল ইসলাম ফিরোজ বিলম্বে মাসিক সমন্বয় সভায় সময়মত উপস্থিত না হওয়ায় সভা মূলতবি করা হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে কমিটির অন্যান্য সদস্যদের সামনে ইউএনকে প্রাণনাশের হুমকি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান জাগো নিউজকে জানান, চেয়ারম্যান ফিরোজ তার কোমরে রাখা পিস্তলে হাত দিয়ে বলেন, আপনাকে এখানেই দাফন করে ফেলব। তার এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণে উপস্থিত সকল চেয়ারম্যানরা হতবম্ভ হয়ে যান।

অভিযোগ অস্বীকার করে কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান উপজেলার অনেক দুর্নীতির সঙ্গে জড়িত। তার দ্বারা উন্নয়ন কাজ ব্যাহত হয়েছে। তাকে হত্যার হুমকি দেয়ার বিষয়টি মিথ্যে।

নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জানান, চেয়ারম্যান ইউএনওকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে তিনি শুনেছেন। ইউএনও বিষয়টি লিখিত অভিযোগ আকারে জমা দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কামাল হোসাইন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।