জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


প্রকাশিত: ০২:৫৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

পরে জেলা আওয়ামী লীগের পক্ষেও দলীয় নেতাকর্মী নিয়ে পুষ্পার্ঘ অপর্ণ করেন মন্ত্রী। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অপরদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভা ছাড়াও জামালপুর শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

বিএ/আরআই


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।