সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১২ নভেম্বর ২০১৬

ষড়যন্ত্র করে সরকার উৎখাতের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সব দলের অংশগ্রহণে, জনগণের ভোটে ও নির্বাচনের মাধ্যমেই শেখ হাসিনার সরকারের বিদায় হবে। এজন্য তিনি বিএনপির নেতাকর্মীদের আগাম প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান।

শনিবার খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ দাবি করে তিনি বলেন, জনগণ দেশের সংকটাপন্ন অবস্থা থেকে মুক্তি চায়। আর সে দায়িত্ব বিএনপির নেতাকর্মীদেরই নিতে হবে। ভয়ভীতি আর জেল-জুলুম দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে বিএনপি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ হারুন।

সাংগঠনিক সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যৈষ্ঠ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মিল্লাত, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ও খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি মো. আবদুর রব রাজা বক্তব্য রাখেন।

বেলা ১১টা থেকে শুরু হওয়া এই সাংগঠনিক সভায় জেলার ১৩টি ইউনিটের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।