সাদুল্যাপুরে বাবা-ছেলে পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা : গ্রেফতার ১


প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হককে অস্ত্র দিয়ে আঘাত করে হ্যান্ডক্যাপসহ বাবা মো. হাছেন আলী (৬০) ও তার ছেলে লাইচ মিয়া (৩৬) পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় হাছেন আলীর স্ত্রী মোছা. সাফিয়ান বেগমকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আহত (এসআই) মো. মোজাম্মেল হক বাদী হয়ে ছয়জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় মামলাটি করেন।

মামলায় হাছেন আলী, তার স্ত্রী সাফিয়ান বেগম, ছেলে লাইচ মিয়া তার দুই স্ত্রী ও এক মেয়েকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামি হাছেন আলীর স্ত্রী মোছা. সাফিয়ান বেগমকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও রোববার বিকেল পর্যন্ত পুলিশের কয়েকটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতার ও হ্যান্ডকাপ উদ্ধার করতে পারেনি।

রোববার সন্ধ্যায় সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলার আসামিসহ পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (পশ্চিম দামোদরপুর) এলাকার নিজ বাড়ি থেকে হাছেন আলীকে গ্রেফতার করে হ্যান্ডকাপ লাগায় পুলিশ। কিন্তু তার ছেলে লাইচ ও বাড়িতে থাকা নারীরা আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে। এক পর্যায়ে লাইচ ধারালো একটি দা দিয়ে তার ডান হাতে আঘাত করে বাবাকে নিয়ে পালিয়ে যায়।

জিল্লুর রহমান পলাশ/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।