ফুলছড়িতে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার ৪


প্রকাশিত: ০৭:১১ এএম, ১৫ নভেম্বর ২০১৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মা ও বৃদ্ধা দাদিকে মারধর করে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) অপহরণের ঘটনায় নারীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্রের দুর্গম চর বাজে ফুলছড়ি ও সিংগা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি গ্রামের শাহা আলীর স্ত্রী কহিনুর বেগম (৪৫) তার দুই ছেলে রাশেদ মিয়া (২২) ও মাসুদ মিয়া (২০) এবং একই ইউনিয়নের সিংড়া গ্রামের মৃত ছামছুল হকের ছলে মন্টু প্রধান (২৮)।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার পর নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এছাড়া অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে অপহরণের অভিযোগে ফুলছড়ি থানায় মামলা দায়ের করেছেন।

এরআগে, বাজে ফুলছড়ি গ্রামের বখাটে কফিল উদ্দিন সোমবার বিকেলে তার বাবা শাহা আলী, চাচা সন্দেশসহ কয়েকজন স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তার বাবা-মা ও বৃদ্ধা দাদিকে মারপিট করে আহত করে। এরপর কফিল উদ্দিন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত স্কুলছাত্রী তার নানার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঘুটাইল গ্রামে থাকতো। সেখানে ঘুটাইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো সে। বাড়িতে বেড়াতে এসে এ ঘটনার শিকার হয় স্কুলছাত্রী।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।