পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি কারাগারে
নাশকতার ঘটনায় দায়ের হওয়া ২৯ মামলার আসামি গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম সরকারের (৫৫) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি।
শাহ আলম সরকার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও পলাশবাড়ী সদর উপজেলার গ্রিধারীপুর গ্রামের বাসিন্দা।
শাহ আলম সরকারের আইনজীবী মো. মিজানুর রহমান মিজান জানান, নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন জানান শাহ আলম সরকার। কিন্তু বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা জজ আদালতের (জিআরও) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারকের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী যাত্রীবাহী বাসে (নাপু এন্টারপ্রাইজ) পেট্রলবোমা হামলার চার্জশিটভুক্ত আসামি শাহ আলম সরকার। এছাড়া তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ২৯টি নাশকতার মামলা রয়েছে।
জিল্লুর রহমান পলাশ/এএম/আরআইপি