আ.লীগ গণতন্ত্রের কথা কেবল মুখেই বলে : মির্জা ফখরুল


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৭ নভেম্বর ২০১৬

আওয়ামী লীগ গণতন্ত্রের কথা কেবল মুখেই বলে কিন্তু তারা কোনোদিন গণতন্ত্রের চর্চা করে না। ১৯৭২ সালে আওয়ামী লীগ রাষ্ট্রের দায়িত্বে আসার পরে ক্রমান্বয়ে একে একে গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দখল করে তখনই দেশে অশান্তি, অরাজকতা, খুন বাড়তে থাকে। কারণ আওয়ামী লীগ ত্রাস সৃষ্টির মধ্য দিয়ে দেশ পরিচালনা করে। তারা গোটা জাতিকে ত্রাসের মধ্যে ফেলে দিয়ে দাবিয়ে রাখতে চায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও একই কাজ করেছে। ঠিক একই পদ্ধতিতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট হয়েছে, মন্দির ভেঙে দিয়েছে। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, তাতে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ, শরিফুল ইসলাম শরিফ ও তারিক আদনান। পরে দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।  

রবিউল এহসান রিপন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।