ঠাকুরগাঁওয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি


প্রকাশিত: ০৭:৩১ এএম, ২০ নভেম্বর ২০১৬

ঠাকুরগাঁও চিনিকলের অধীনে বাণিজ্যিক ও পরীক্ষামূলক খামার শ্রমিকদের বিএডিসি’র ন্যায় মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকেরা।

রোববার সকালে ইক্ষু খামার শ্রমিকবৃন্দের ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি ফয়েজ আলী, সাধারণ সম্পাদক সুজন, মোইলেন চন্দ্র, রাজেন, তপন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ৮ ঘণ্টা পরিশ্রমের পর সুগারমিল কর্তৃপক্ষ আমাদের মজুরি দেন ১৬৫ টাকা যা দিয়ে সংসার চলে না। অবিলম্বে ৪২০ টাকা দৈনিক মজুরির দাবি জানান তারা।

মানববন্ধনে ঠাকুরগাঁও চিনিকলের আওতাধীন আটটি ইক্ষু খামারের শ্রমিকেরা অংশ নেন।

রবিউল এহসান রিপন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।