মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা মামলায় ৪ আসামি কারাগারে


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২২ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পিটিয়ে হত্যার মামলায় ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এসময় একই মামলার সন্দেহভাজন ২ আসামির বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুবাইয়া আমিনা এ আদেশ দেন।
 
ঝালকাঠি কোর্ট পুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, উত্তর তারাবুনিয়া গ্রামের আ. মান্নান (৬০), শাহআলম (৫০) ও হুমায়ুন কবীর (৩০) মঙ্গলবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রাজাপুর) আদালতে আত্মসমর্পন করেন।

এসময় আদালতের বিচারক রুবাইয়া আমিনা তাদর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

একই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আটককৃত ফারুক মুন্সি (৪২) ও মোতালেব মোল্লার (৪৫) বিরুদ্ধে রাজাপুর থানার উপপরিদর্শক আবুল কালাম ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১৪ নভেম্বর ভান্ডারিয়ার শিয়ালকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুস সালাম রাজাপুরের উত্তর তারাবুনিয়া গ্রামে এক শিক্ষিকার বাড়িতে এলে প্রতিপেক্ষর লোকজন পিটিয়ে আহত করে। পরের দিন নিজ বাড়িতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মুরাদ হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।