ডিমলায় পিএসসি পরীক্ষায় ৪ শিক্ষার্থী বহিষ্কার
নীলফামারীর ডিমলায় সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের পিএসসি পরীক্ষায় চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হচ্ছে, সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র মমিন ইসলাম রোল নম্বর (১৩২৭), আরিফুল ইসলাম রোল নম্বর (১৩২৮), তারিফ হোসেন রোল নম্বর (১৩২৯) ও খগাখড়িবাড়ি উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তইবুল ইসলাম রোল নম্বর (১৩৩০)।
মঙ্গলবার ডিমলা উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিজ সুন্দরখাতা পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী পাশের মধ্যম সুন্দরখাতা ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন করে। নিজ সুন্দরখাতা পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর পিএসসিতে চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাদের মধ্যে তিনজন ৭ম শ্রেণির ও ১জন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
বিদ্যালয় নতুনভাবে স্থাপিত হওয়ার পাশের বিদ্যালয় থেকে তাদের পিএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, চারজন শিক্ষার্থীকে বহিষ্কার পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাহেদুল ইসলাম/এএম/এমএস