ঝালকাঠিতে বিক্রেতাহীন ‘সততা স্টোর’ চালু


প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

দুর্নীতি প্রতিরোধ ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা চর্চা জোরদারের লক্ষে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ নামে বিক্রেতাহীন দোকান চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী দোকানটির উদ্বোধন করেন।

শিক্ষার্থীরা সরাসরি নির্দিষ্ট মূল্য পরিশোধ করে ভিন্নধর্মী ওই দোকান থেকে বিভিন্ন ধরনের খাবার ও শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন ও সনাকের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আলম, পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্ত্তী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মো. হেমায়েত হোসেন, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি হেমায়েত উদ্দিন হিমুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুলের তিন শতাধিক ছাত্র ‘দুর্নীতিবিরোধী’ গ্রহণ করে।

আতিকুর রহমান/আরএআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।