ভাড়া করা শিক্ষার্থী দিয়ে পিইসি পরীক্ষা : বহিষ্কার ৩১


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯ম থেকে ষষ্ঠ শ্রেণির ভাড়া করা শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষা দেয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার ৩১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ১০ জন ও বৃহস্পতিবার ২১ জনকে বহিষ্কার করা হয়। গত ৩ দিনে ভাড়া করা ৩৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৯ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অপরদিকে জলঢাকা উপজেলার ৭ জন শিক্ষককে নকল সরবরাহ করার অভিযোগে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৪ জন, নাউতরা বালিকা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৭ জনকে বহিষ্কার করা হয়।

এর আগে বুধবার বালাপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৭ জন ও সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৭ জন শিক্ষক, শহীদ জিয়াউর রহমান কলেজ কেন্দ্রে ১ জন ও সোনাখুলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে একজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে বহিষ্কৃতরা হলেন, রুপক ইসলাম রাহাত (৩১১৬), ফারিয়া আক্তার (২১১৯), ফিরোজ ইসলাম (২১১৭), আলিনুর রহমান (২১২৮), হারুন অর রশিদ (২১২৯), সাহিদা আক্তার (২১৪১), সৃষ্টি রানী রায় (৪১৪২), রত্না রানী রায় (২১৪৩), রবিউল ইসলাম (৭৭৪৮), শাহানাজ ইয়াজমিন (৭৭৫০), পলাশ চন্দ্র রায় (৭৭৫১), ববিতা রানী রায় (৭৭৫২), পল্লবী রানী রায় (৭৭৫৩), নুর ইসলাম (৭৭৪৯)।

নাউতরা বালিকা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বহিষ্কৃতরা হলেন, রাকিব ইসলাম (৪২৩১), আসাদুজ্জামান (৪২৩২), আতিকা আক্তার (৪২৩৩), সাবিয়া নুসারাত ( ৭৮৭৬), বৃষ্টি রানী রায় (৭৯২২), পল্লবী রানী রায় (৭৯২৩), নবনিতা অধিকারী (৭৯২৪)।

জানা যায়, উপজেলার ২৮টি নব্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ভালো ফল করার লক্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রদের ভাড়া করে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩ শতাধিক পরীক্ষার্থী অংশ্রহণ করে।

প্রাথমিক শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসন ইতোমধ্যে ৩৫ জনকে বহিষ্কার করলেও আগামী রোববার গণিত পরীক্ষায় অভিযান চালানো হবে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম নিশ্চিত করেছেন।

জাহেদুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।