ফেনীতে বিশ্বব্যাংকের প্রতিনিধির ওপর হামলা


প্রকাশিত: ১১:০০ এএম, ২৬ নভেম্বর ২০১৬

ফেনীর সোনাগাজীতে সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাজি রহিম উল্যাহ। এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ দুজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উপজেলার মতিগঞ্জের কাশ্মির বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত বিশ্বব্যাংকের প্রতিনিধি মো. মোহসিন ও প্রকৌশলী গোলাম রাব্বানীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

সোনাগাজী মডেল থানা পুলিশের ডিউটি অফিসার এসআই ডালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাইক্লোন শেল্টার নির্মাণকারী প্রতিষ্ঠান এসএসএআই জয়েন্ট বেঞ্চারের স্বত্বাধিকারী প্রকৌশলী দীপংকর বণিক অভিযোগ করেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে সাইক্লোন শেল্টারটি নির্মাণ কাজের শুরুতে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্যাহ নির্দিষ্ট অংকের টাকা দাবি করেছিলেন। পরবর্তীতে ওই কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে উদ্বোধন করার পর তিনি পুনরায় নিজে সাইক্লোন শেল্টারটি উদ্বোধন করার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় ওই সংসদ সদস্য দলবল নিয়ে এই হামলা চালান। এতে বিশ্বব্যাংক প্রতিনিধি ও এই কাজে নিয়োজিত সুপারভাইজার প্রকৌশলীসহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে সাইক্লোন শেল্টারটির নির্মাণ কাজ বন্ধ।

সংসদ সদস্য হাজি রহিম উল্যাহ হামলার বিষয় অস্বীকার করে বলেন, নিম্নমানের নির্মাণসমগ্রী দিয়ে সাইক্লোন শেল্টারটি নির্মাণ করার অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় শনিবার সরেজমিনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
 
নির্মাণকারী প্রতিষ্ঠানের ম্যানেজার রতন বণিক জানান, এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই উপজেলায় সাতটি সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ চলছে।    

জহিরুল হক মিলু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।