সাদুল্যাপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ১০:২৯ এএম, ২৭ নভেম্বর ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মো. সাজেদুল করিম লিখন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজেদুল করিম লিখন সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (জগদবার) গ্রামের মো. মোফাজ্জল হকের ছেলে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ আবদুর ছামাদ, আজাদ ও লতিফের হাতে ছুরিকাঘাতের শিকার হন সাজেদুল করিম লিখন।

এদিকে, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (৩৮) ও একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আবদুস সামাদকে (৪০) আটক করে। আটক দুইজনকে সাদুল্যাপুর থানা হাজতে রাখা হয়েছে।

নিহত সাজেদুল করিমের লিখনের বড় ভাই মো. সালাউদ্দিন লিটন জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে জমির অংশীদার লতিফের সঙ্গে লিখনের বিরোধ চলছিলো। শুক্রবার সন্ধ্যায় লিখন বাড়ীর উঠানে বালু ফেলার কাজ করছিলেন। এসময় আবদুস সামাদ, লতিফ ও আজাদ এতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লতিফ ও সামাদ ধারালো ছুরি দিয়ে লিখনের পাজরে আঘাত করে। এতে লিখন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎস রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মৃত্যু হয় লিখনের।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হবে। এ নিয়ে নিহত লিখনের পরিবার থেকে সাদুল্যাপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।