চতুর্থ দিনে ১৪৪ বস্তা ধান পেলো সাঁওতালরা


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

আদালতের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকৃত জমির চার দিনে কাটা ১৪৪ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় সাঁওতালদের পক্ষে ধান গ্রহণ করেন তাদের নেতা আনসেল হেমব্রম।

এর আগে চতুর্থ দিনের মতো রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধান কাটার মেশিন (কম্বাইন্ড হারভেস্টার) দিয়ে চিনিকলের শতাধিক শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ধান কাটা হয়। কর্তন করা এসব ধান জমিতে মাড়াইয়ের পর ১৪৪ বস্তা ধান তাদের বুঝিয়ে দেন রংপুর চিনিকল কর্তৃপক্ষ।

এ নিয় বৃহস্পতিবার থেকে রোববার বিকেল পর্যন্ত ২ মণ ওজনের মোট ২৯৩ বস্তা ধান সাঁওতালরা বুঝে পেয়েছেন।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চত করে জানান, রোববারেও মেশিন ও শ্রমিকের সহায়তায় ১৪৪ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দেয়া হয়েছে। বাকি জমির ধান কেটে এভাবে পর্যায়ক্রমে সাঁওতালদের দেয়া হবে।

জিল্লুর রহমান পলাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।