দিনাজপুরে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত
দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের গুলিতে রেজওয়ানুর রহমান (৩৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে। এসময় রেজওয়ানুর রহমানে মা আম্বিয়া বেগম ও চার পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার তুলসিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেজওয়ানুর রহমান তুলসিপুর গ্রামের হবিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ডিবি পুলিশের এএসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব পুলিশ তুলসিপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি হবিবর রহমানকে গ্রেফতারে অভিযান চালায়। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় ছেলে রেজওয়ানুর রহমানের নেতৃত্বে গ্রামবাসী পুলিশের উপর চড়াও হয়। এ সময় গ্রামবাসীর হামলায় চার পুলিশ আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই রেজওয়ানুরের মৃত্যু হয়।
পুনট্টি ইউপি চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান জানান, বিকেল ৩টায় নাশকতার অভিযোগে মোঃ হবিবর রহমানকে আটক করলে পরিবারের লোকজন এবং গ্রামবাসী পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ গুলি চালালে রেজওয়ান ঘটনাস্থলে মারা যান।
আহতদের মধ্যে আম্বিয়া বেগম, ডিবি পুলিশের এ এস আই মোস্তাফিজুর রহমান, কনষ্টবল হাবিবুল্ল্যাহ, রবিউল ইসলাম জাহাঙ্গীর আলম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এএইচ/পিআর