সাদুল্যাপুরে ইয়াবা সম্রাট রাঙ্গা মণ্ডলসহ গ্রেফতার ৩
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের ইয়াবা সম্রাট রাঙ্গা মণ্ডল (৪৮), রবিউল ইসলাম (২৫) ও তার ভাই আল-আমিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে তাদের সাদুল্যাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করীমের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে খামারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাঙ্গা মন্ডল সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে ও রবিউল এবং আল-আমিন একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আফছার আলীর ছেলে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এসআই) আবদুল করীম জানান, দীর্ঘদিন ধরে রাঙ্গা মণ্ডল পুলিশের চোখ ফাঁকি দিয়ে ধাপেরহাটসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি ইয়াবা কেনা-বেচা করে আসছে। গোপন খবরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে ও সঙ্গে থাকা দুই সহোদরকে গ্রেফতার করা হয়।
সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আবদুল করীম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জিল্লুর রহমান পলাশ/এএম/এমএস