বঙ্গোপসাগরে ৭টি ট্রলারসহ ২৭ জেলে অপহৃত


প্রকাশিত: ১১:১০ এএম, ৩০ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ৭টি ট্রলারসহ ২৭ জেলেকে অপহরণ করেছে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

বুধবার ভোরে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও সাতক্ষীরার বোয়াইল ও চুকনগর এলাকায়।

জেলে সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় মাছ শিকার করছিল জেলেরা। এ সময় জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ৭টি মাছ ধরার ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত ট্রলারের মধ্যে রামপাল ও শরণখোলা উপজেলার কামরুল ও ফরহাদের দুটি ট্রলার রয়েছে বলে সাগর থেকে ফিরে আসা জেলেরা নিশ্চিত করেছেন। অপহৃত অন্য ট্রলার ট্রলার ও জেলেদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে ওই এলাকায় অভিযান শুরু করেছে কোস্টগার্ড। তবে ঠিক কতজন জেলে অপহরণের শিকার হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

শওকত আলী বাবু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।