ঝিনাইদহ বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ১৪টি পদে এবং বিএনপি সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয়ী হয়েছে।
মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান(৩)।
নির্বাচিতরা হলেন, সভাপতি-খান আখতারুজ্জামান, সহ-সভাপতি মো. সাদাতুর রহমান হাদি, সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সহ-সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান ও আব্দুল মতিন-১, হিসাব নিরীক্ষক মো. আব্দুল খালেক সাগর, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশিদুল আলম রাশেদ, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক মো. মনিরুজ্জামান লাল, সদস্য মো. তৈবুর রহমান খান, মো. মোজাম্মেল হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. মঞ্জুরুল ইসলাম, মো. আব্বাস উদ্দিন, মো. বাবুল আকতার, গৌতম কুমার বিশ্বাস, মো. মীর আক্কাস আলী, শারমিন সুলতানা শ্যামলী ও শাহানাজ পারভীন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত জেলা বার ভবনে ২৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আহমেদ নাসিম আনসারী/এমএএস/আরআইপি