ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের মনোনয়ন জমা


প্রকাশিত: ০২:১২ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন। তফশিল ঘোষণার পর থেকেই ঠাকুরগাঁওয়ে সর্বত্র ভোটারদের মধ্যে চলছে নির্বাচন নিয়ে নানা হিসাব-নিকেশ।

বুধবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনে চারজন সদস্য প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিঞা জানিয়েছেন।

সদস্য প্রার্থীরা হলেন, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, রুহিয়া এলাকার জাহাঙ্গীর আলম (প্রভাষক), রায়পুর ইউনিয়নের মাহামদুল রশিদ ও মনি রঞ্জন দেবনাথ।

জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিঞা জানান, জেলার ৫৩টি ইউনিয়ন, ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ইলেকটোরাল ভোটারদের (চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলর) নিয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর এবং বাছাই ৩ ও ৪ ডিসেম্বর। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৩৩ জন।

রবিউল এহসান রিপন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।