সাঘাটায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎ বিল বকেয়া মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. দুদু মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাঘাটা উপজেলার উল্লাবাজার রেল কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুদু মিয়া সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নান্দুরা গ্রামের আয়েব উদ্দিনের ছেলে।
সাঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া জানান, বিদ্যুৎ বিল বকেয়ার অভিযোগে দুদুর বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। সম্প্রতি আদালত তাকে এক বছরের সাজা দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুদুর বিরুদ্ধে বিল বকেয়ার অভিযোগে বিদ্যুৎ বিভাগ আদালতে মামলা করেন। মামলায় তাকে এক বছরের সাজা দেন আদালত। এরপর সাঘাটা থানায় ওই মামলায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা ছিল। শুক্রবার সকালে দুদুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তবে মামলার পর দুদু মিয়া বিদ্যুৎ বিলের বকেয়া টাকা পরিশোধ করেন বলে দাবি করেন।
জিল্লুর রহমান পলাশ/এএম