ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৪
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬১ ও অাগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় পুলিশ ১টি শ্যুটারগান, ১ রাউন্ড গুলি ও ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত রাতে জেলার ছয় উপজেলায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২৩, শৈলকুপায় ১২, হরিণাকুণ্ডুতে ৬, কালীগঞ্জ ১২, কোটচাঁদপুর ৩, মহেশপুর ৪ ও ডিবি পুলিশ একজনকে আটক করেছে।
অপরদিকে নাশকতার পরিকল্পনা করছিলেন এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে বিদ্যুৎ বিশ্বাস (১৮) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের মোবারক খানের ছেলে চাঁদ আলী খাঁ (৫৪) ও মামুনসিয়া গ্রামের সিদ্দিকুর রহমান (৪০) নামে দুজনকে পাঁচটি বোমাসহ আটক করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এনএইচ/পিআর