মাগুরায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক
প্রতীকী ছবি
মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রাম থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সন্ত্রাসী মিনু মৃধাকে (২৬) আটক করেছে পুলিশ। মিনু মৃধা চরমহেশপুর গ্রামের ইয়াদ আলী মৃধার ছেলে।
শনিবার শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চরমহেশপুর গ্রাম থেকে মিলু মৃধাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলু মৃধা চুরি, ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
আরাফাত হোসেন/আরএআর/এমএস