দ্বিতীয় দফায় সাঁওতালদের ধান কাটা শুরু


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের চাষ করা ধান দ্বিতীয় দফায় কাটা শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে রংপুর চিনিকল (রচিক) কর্তৃপক্ষ ধান কাটা মেশিন ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের স্বেচ্ছাশ্রমে ধান কাটা শুরু হয়।  

এরআগে, উচ্চ আদালতের নির্দেশে গত ২৪ নভেম্বর প্রথম পর্যায়ে ধান কাটা শুরু করে চিনিকল কর্তৃপক্ষ। গত ২৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনে প্রায় ৩০ একর জমির ধান কেটে দুই মণ ওজনের ৩৯৭ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।
 
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, সাঁওতালদের চাষ করা সম্পূর্ণ জমির ধান না পাকায় ধান কাটা বন্ধ ছিল। ধান কাটার উপযোগী হওয়ায় দ্বিতীয় দফায় ধান কাটা মেশিন ও চিনিকলের শতাধিক শ্রমিকের স্বেচ্ছাশ্রমে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা ও মাড়াই করার পর বস্তায় ভরে সন্ধ্যার মধ্যে সাঁওতালদের বুঝিয়ে দেয়া হবে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, উচ্চ আদালতের নির্দেশে মিল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে দ্বিতীয় দফায় ধান কাটা শুরু করেছে। যে কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে খামার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।