এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় যুব সংহতি।
রোববার সন্ধ্যায় শহরের বাণিজ্যিক এলাকা বনরুপার জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপার কাঠ ব্যবসায়ী সমিতির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব সংহতির জেলা শাখার সভাপতি চন্দন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ মাতব্বর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, মো. মাসুদ রানা, মো. শাহজাহান আলী কামরুল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার।
নেতারা অবিলম্বে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় রাঙামাটি থেকে দেশজুড়ে কঠোর আন্দোলন শুরু হবে।
তারা বলেন, একদিকে প্রধানমন্ত্রী এরশাদকে তার বিশেষ রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। অপরদিকে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কোণঠাসা করে রেখেছেন।
সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর