‘সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু ইয়াবা ফেরাচ্ছে না’


প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকার নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু মিয়ানমার থেকে আসা ইয়াবা ফেরাচ্ছে না। তারা ইয়াবার সাথে আলিঙ্গন করছে।

সোমবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আজকে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। দেশে কোনো আইন নেই, ন্যায়নীতি নেই, মানুষের জন্য মানুষের মায়া-মহব্বত নেই। এ দুনিয়াতে মায়ের চেয়ে বড় আর কোনো সম্পর্ক হতে পারে না। যখন শুনি সেই মা তার  সন্তানকে গলা টিপে হত্যা করে মনে হয় আইয়ামে জাহিলিয়াতের যুগের চেয়েও পিছনে পড়ে গেছি।

তিনি আরও বলেন, আমরা হাসিনার বদলে জয়কে, খালেদার বদলে তারেককে দেখতে চাই না। আর এটা মেনে নেয়া যায় না। এ জন্যই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। এ দল জনতার দল, এ দল মানুষের দল।

কৃষক শ্রমিক জনতা লীগ নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক বাবুল দেওয়ানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক।

সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেওয়ান, হাসমত আলী নেতা, আবিদ হাসান প্রমুখ বক্তব্য দেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।