ভুয়া পরিচয়ে চাকরি নিতে আসায় ৩ জনের কারাদণ্ড
ঝিনাইদহের মহেশপুরে ভুয়া জাতীয়পরিচয় পত্র ও শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র তৈরি করে বিভিন্ন ইউনিয়ন পরিষদে মহলাদার (চৌকিদার) পদে চাকরির সাক্ষাতকার দিতে এসে ধরা পড়া তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার তাদের আটক করা হয়। মহেশপুরের ইউএনও আশাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহেশপুরে চলছে বিভিন্ন ইউনিয়নে মহলাদার (চৌকিদার ) নিয়োগ। মঙ্গলবার ছিল সাক্ষাতকারের দিন।
এ সময় ভুয়া পরিচয় দিয়ে চাকরি নিতে আসা তিনজনকে আটক করা হয়। তারা হলেন, মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম, জীবননগর পাড়ার নুর ইসলামের ছেলে মিনারুল ও সামান্তা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওলিয়ার রহমান।
তারা বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভুয়া সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি তৈরি করে জমা দিয়ে সাক্ষাতকার দিতে আসেন। বিষয়টি সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে যাচাই-বাছাই করে তাদের কাগজপত্রগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। এর পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস