পাঁচ বছরের শিশুকে হত্যার অভিযোগ
দাগনভূইয়ায় পারিবারিক কলহের জের ধরে জাহিন তাসলিম রিন্তি নামে ৫ বছরের এক শিশু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। দাগনভুইয়া থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে।
শনিবার সকালে রাজাপুর ইউনিয়নের জয় নারায়নপুর গ্রামের ওসমান আলী মিয়ার বাড়ির আবু আহাম্মদে ও তসলিম উদ্দিন ঘরের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ পারুল নামে এক নারীকে আটক করেছে।
শুক্রবার বিকেলে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে ওই দিন রাতে নিহতের বাবা নাসির উদ্দিন নিখোঁজ মর্মে দাগনভূইয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
নাসির উদ্দিন বলেন, তার সঙ্গে বাড়ির মধ্যে পারুল নামের এক নারীর ১০ লাখ টাকা নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত পরিবার তার মেয়েকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
দাগনভূইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, নিহত শিশুর শরীরে আঘাতের চিহ্ন আছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু। ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির পারুল (৩৫) নামে নারীকে আটক করা হয়েছে।
জহিরুল হক মিলু/এফএ/এমএস