কালীগঞ্জে ১৩ অস্ত্রসহ আটক ৩


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মাইক্রোবাসে তলাশি চালিয়ে ১৩টি  ভারতীয় ইয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । সোমবার সকাল ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন রেলগেট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার আন্দরিয়া গ্রামের মৃত আশরাফুলের ছেলে ইখতার উদ্দীন, একই গ্রামের আমিনুর রহমানের আসাদ আলী এবং  আশাদুলের ছেলে জসিম উদ্দীন।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুর থানা পুলিশের কাছ থেকে জানতে পারি যে, অস্ত্র ব্যবসায়ীরা একটি মাইক্রোবাসে করে অস্ত্র নিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে এসআই মাজেদুল ইসলাম ও পুলিশ সদস্য নাজমুল হোসেন রেলগেটে পৌঁছে তাদের আটক করে। এসময় গাড়িতে থাকা অস্ত্র ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ কনস্টেবল নাজমুল প্রায় দুই কিলোমিটার দৌঁড়ে তাদেরকে আটক করে।

ওসি আরও জানান, আটকরা জানিয়েছে তারা মহেশপুর বর্ডার থেকে ভারতীয় অস্ত্র কিনে যশোরের চৌগাছা ও কোটচাঁদপুরের নিয়ে বিক্রি করার জন্য এনেছিল।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।