নওগাঁয় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬

নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ও রাজশাহীসহ দূরপাল্লার রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সোমবার সকাল থেকে এসব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে জেলার পোরশা, সাপাহার, নজিপুর ও নিয়ামতপুর সহ বিভিন্ন উপজেলার যাত্রীদের টেম্পু ও সিএনজি গাড়ির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায়। টেম্পু ও সিএনজিতে গেলেও যাত্রীদের গুণতে হয় বাড়তি ভাড়া।

জানা যায়, জেলার পোরশা উপজেলার নিতপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এক সদস্যকে মারধরের ঘটনার বিচার দাবিতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ-নিতপুর রুটে চলাচলকারী লাব্বা পরিবহন বাসের চালক আব্দুল মোমিন ও তার সহযোগী রবিউলকে মারধর করে স্থানীয় সুলেমান ও তার লোকজন। ওই ঘটনা নিয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ বিষয়টি অভিযোগ হিসেবে গ্রহণ না করে শ্রমিকদের ফিরিয়ে দেন।

ঘটনার জেরে সোমবার সকাল থেকে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া জেলার ১১টি উপজেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, গত ৮ ডিসেম্বর পোরশা উপজেলার নিতপুর এলাকার কয়েকজন অন্যায় ভাবে আমাদের ইউনিয়নের দুইজন সদস্যকে মারধর করে। ওই বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ উল্টো আমাদের লোকদের হয়রানি করার চেষ্টা করে।

ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে সোমবার থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এই ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক বলেন, স্থানীয়দের সঙ্গে এক বাস চালকের গন্ডগোলের কথা লোকমুখে শুনা গেছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্বাস আলী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।