নওগাঁয় পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
গরিব ও অসহায় শীতার্তদের মাঝে তিন শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক। সোমাবার দুপুর ১২টার দিকে নওগাঁ সদর মডেল থানায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক দীপক কুমার দেব, একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম অ্যাডভোকেট আব্দুল বারী, নাইস পারভীন, রোটারিয়ান চন্দন কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্বাস আলী/আরএআর/আরআইপি