নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনে এ নির্বাচন স্থগিত করেন।

এতে মোটর শ্রমিক ইউনিয়নের প্রায় ৩ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়। নির্বাচন না হওয়ায় পদপ্রার্থী ও শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ২৪ নভেম্বর সাধারণ সভায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বহাল রেখে বুধবার (১৪ ডিসেম্বর) বাকি ১৯ পদে ত্রি-বার্ষিক নির্বাচন দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী আব্দুর রাজ্জাক সিদ্ধান্ত মেনে না নিয়ে সবগুলো পদে নির্বাচন দেয়ার দাবি জানান।

ওদিন সবগুলো পদে নির্বাচন না হওয়ায় গত ১২ ডিসেম্বর হাই কোর্টে রিট পিটিশন করেন আব্দুর রাজ্জাক। রিটের শুনানি শেষে হাই কোর্ট এ নির্বাচন স্থগিতের আদেশ দেন।  

বুধবার সকাল ৯টা থেকে নির্বাচন শুরু হওয়ার কথা ছিল। নির্বাচনের সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। ১৯টি পদে ৬৩ জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

এ বিষয়ে প্রচার সম্পাদক পদে নৌকা প্রতীকে প্রার্থী শফিকুল ইসলাম বলেন, তার পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে প্রস্তুতি খুব ভালো ছিল। বিজয়ী হওয়ার আশাবাদী ছিলাম। কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতির সম্মুখীন হলাম।

সভাপতি ওমর ফারুক বলেন, শ্রমিকরাই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি পদগুলোতে নির্বাচন দেয়ার পক্ষে ছিল। হাতেগোনা কয়েকজন সব পদে নির্বাচন চায়। সভাপতি পদপ্রার্থী আব্দুর রাজ্জাকের কাছ থেকে শ্রমিক ইউনিয়ন ৪ লাখ ৩০ হাজার ৩২০ টাকা পাওনা। টাকা না দিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু এটা শ্রমিকরা মেনে নেয়নি। হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে প্রশাসন মঙ্গলবার রাত ২টার দিকে নির্বাচন স্থগিত করার নির্দেশ দেন।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।