লোকসান নিয়ে মোবারকগঞ্জ চিনিকলের আখ মাড়াই শুরু


প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

১৫০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ২০১৬-১৭ আখ মাড়ায় মৌসুম উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে ডোঙায় আখ নিক্ষেপ করে আখ মাড়ায় মৌসুম উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্র ধার্য করা হয়েছে ৯০ হাজার মেট্রিক টন। চিনি উৎপাদন করা হবে সাড়ে ৭ হাজার মেট্রিক টন। গত বছরে ৪ হাজার ১২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে।

মিল কতৃপক্ষের দেয়া তথ্য মতে, ১৯৬৭-৬৮ সালে মিল চালু করা হয়। এ পর্যন্ত এটির লোকসান হয়েছে দেড়শত কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।