ঝিনাইদহে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ


প্রকাশিত: ০২:২১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬

ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল পরিচালিত ফার্মেসিসহ শহরের বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির। অভিযানে রানা নামের এক ওষুধ ব্যবসায়ী আরাপপুরস্থ বাড়ি থেকে সিকো ফার্মাসিউটিক্যালের বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করে জরিমানা করা হয়।

এ ছাড়া ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল পরিচালিত ওষুধ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের গায়ে প্রকৃত মূল্যের থেকে উচ্চ মূল্যের সিল থাকা, ফ্রি স্যাম্পল, অবৈধ ফুড সাপ্লিমেন্ট রাখার দায়ে ১৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এ সময় লাইসেন্স না থাকায় জাকির ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ড্রাগ অধ্যাদেশ-১৯৮২ ও ড্রাগ আইন-১৯৪০ মোতাবেক তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ড্রাগ সুপার সাবেরা তাবাসসুম ওয়াহিদ।

আহমেদ নাসিম আনসারী/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।