বালিয়াঘাট সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৬ এর ৫-এস এর লালঘাট এলাকায় শনিবার বিকেল ৪টায় প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার নাসির উদ্দিন আহমদ (পিএসসি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠক চলাকালে পরস্পরের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখা, চোরাচালান, নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সৌহাদ্যপূর্ণ আলোচনা হয়।
 
বিজিবি সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বালিয়াঘাট বিওপি ক্যাম্পের (বর্ডার অবজারবেশন পোস্ট) হাবিলদার মো. হোসেন আলী।

অপরদিকে, ভারতের পক্ষেও ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৭৩-শিলং বিএসএফ ব্যাটালিয়নের অধীন লালঘাট বিএসএফ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুন্দর সিং।

রাজু আহমেদ রমজান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।